নেত্রকোনা পূর্বধলায় এক কুষকের অসুস্থতার জন্য পাকা ধান কাটতে পারছিলেন না এমন খবরে বুধবার (২৯ এপ্রিল) সকালে পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের খারছাইল দক্ষিণপাড়া গ্রামের অসুস্থ কৃষক নূরুল ইসলামের জমির ধান কেটে বাসায় পৌঁছে দিল ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে কৃষক নুরুল ইসলাম খুশি হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও পূর্বধলা উপজেলা ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন জানান, ‘দেশের ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সদস্যরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছি আমরা। এরই ধারাবাহিকতায় আজ জানতে পারি কৃষক নূরুল ইসলাম ধান পেকেছে কিন্তু তিনি অসুস্থ্য থাকায় তা কাটতে পারছিলেন না, এমন পরিস্থিতিতে আমি ১৫-২০ জন ছাত্রলীগ কর্মী নিয়ে ধান কেটে বাড়ী পৌছে দেই। আমার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটকে সঙ্গে নিয়ে এই কার্যক্রম অব্যাহত রাখবো।
Be First to Comment