আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (৯ অক্টোবর) সোমবার সন্ধ্যায় পূ্র্বধলা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নেত্রকোনা-৫ (পূ্র্বধলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. নাদিয়া বিনতে আমিন (সিআইপি)।
মতবিনিময়কালে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন এমপি প্রার্থী ড. নাদিয়া বিনতে আমিন। তিনি জনগণের পাশে আছেন এবং আগামীতেও থাকতে চান। এ ক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময়কালে এমপি প্রার্থী ড. নাদিয়া বিনতে আমিন বলেন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আমার বিরুদ্ধে যে কোন অভিযোগ থাকলে তা সংশোধন হওয়ার সুযোগ দিতে তাঁকে জানানো জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন।
মতবিনিময়কালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. নাদিয়া বিনতে আমিন সিআইপি ছাড়াও বক্তব্য রাখেন মতবিনিময় সভায় তার সাথে প্রতিনিধি দলে মধ্যে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানির নেত্রকোণা জেলা ইনচার্জ মাসুম হাসান জামাল।
রিপোর্টার্স ক্লাবের পক্ষে উপন্থিত ছিলেন পূ্র্বধলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও পূ্র্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন,পূ্র্বধলা প্রেসক্লাবের সদস্য ও পূ্র্বধলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও পূ্র্বধলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা কেবিএম নোমান শাহরিয়ার, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য শহীদুল আলম মামুন, সাংবাদিক মোস্তাক আহমেদ খান, সাংবাদিক এমদাদুল ইসলাম, পূ্র্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্য দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম খান, মুক্তির একাত্তরের উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, দৈনিক গনকণ্ঠের উপজেলা প্রতিনিধি মো: মিঠু সরকার, পূর্বধলার দর্পনের স্টাফ রিপোর্টার নাহিদুল ইসলাম আলম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ওয়াসিম সরকার, মো: হোসেন আহাম্মেদ, আবু সাঈদ সরকার, ওলিউল্লাহ তালুকদার, কামরুল হাসান, রুহুল সরকার, শিপ্লব নম দাস, আলমগীর হোসেন প্রমুখ।
ড. নাদিয়া বিনতে আমিন তার আগামীর পথ চলায় পূর্বধলার গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন।
Be First to Comment