বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পূর্বধলা উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) নেত্রকোনা জেলা বিএনপি কর্তৃক অনুমোদিত এই কমিটির তালিকা প্রকাশিত হয়।
ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে আলহাজ্ব আবু তাহের তালুকদারকে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব বাবুল আলম তালুকদার , আর সদস্য সচিব হয়েছেন শহীদুল্লাহ ইমরানকে।
মোট ১০১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন:
যুগ্ম আহ্বায়ক: হাবিবুর রহমান ফকির, আলহাজ্ব আহাম্মদ আলী সরকার, সায়েদ আল মামুন শহিদ, মোঃ সেলিম উদ্দিন, রুহুল আমিন ফকির, আলহাজ্ব আঃ গনি, আনোয়ারুল ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, হাবিবুর রহমান, মো. ইশতিয়াক আহম্মেদ বাবু, মোঃ সালাউদ্দিন আহম্মেদ নওয়াব, মোঃ আঃ গফুর, মোঃ আঃ মান্নান প্রমুখ।
এছাড়াও সহস্রাধিক ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটি অনুমোদন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
নেত্রকোনা জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আহ্বায়ক কমিটি অচিরেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর পূর্বধলায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
Be First to Comment