পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা সদরের সাব-রেজিস্টার মাঠে এই সভাটি আয়োজিত হয়, যার প্রধান উদ্দেশ্য ছিল সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহফুজুল হক মানারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নুরে আলম ফারাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল আমান ও সুমন শাহরিয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, কাজী মনিরুল হক মুন্না, রুবেল শিকদার, পলাশ তালুকদার এবং শহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় বক্তারা আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম, যেমন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং আন্দোলন-সংগ্রামে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে এসে জড়ো হন।
Be First to Comment