নেত্রকোনার পূর্বধলায় ভাবি লিপি আক্তারকে (৩০) নির্মমভাবে গলা কেটে হত্যার দায়ে চাচাতো দেবর রাসেল মিয়াকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আবুল হাসেম।
দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া পূর্বধলা উপজেলার পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. আলাল উদ্দিনের ছেলে। নিহত লিপি একই গ্রামের বাসিন্দা ও পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মো. আজিজুল ইসলামের স্ত্রী।
মামলার বিবরণে জানা যায়, লিপির স্বামী কর্মসূত্রে বাইরে থাকতেন। সেই সুযোগে রাসেল মিয়া তার ভাবিকে প্রেম ও অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। লিপি এসব প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন রাসেল।
২০২০ সালের ৩ অক্টোবর গভীর রাতে, সবাই যখন ঘুমিয়ে, তখন রাসেল ঘরে ঢুকে ধারালো এন্টিকাটার দিয়ে লিপির গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। ঘটনার পর নিহতের বড় বোন ফেরদৌসী বেগম পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলার তদন্তে মোট ১৫ জন সাক্ষ্য দেন এবং আদালতে আসামি নিজেও হত্যার দায় স্বীকার করেন। সব প্রমাণ-সাক্ষ্য পর্যালোচনা শেষে আদালত রায়ে রাসেল মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন।
Be First to Comment