নেত্রকোনার পূর্বধলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে নেমেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) বিকালে পূর্বধলা বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বাজার মনিটরিং করতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, পূর্বধলা কাঁচাবাজার ঘুরে দেখেন শিক্ষার্থীরা। এসময় বাজার ঘুরে কাঁচামাল, মাছ, মাংস, চাউল, ঔষধসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই বাছাই করেন। দোকানে টাঙানো মূল্য তালিকা, সেই দাম অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা, ওজনে সঠিক দিচ্ছে কিনা সেটা মনিটরিং করেন। বাজারের আড়তদার, পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। তারা বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার অনুরোধ জানান।
মনিটরিংয়ে থাকা শিক্ষার্থীরা বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বাজারে কোনো অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট যাতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণকে হয়রানি না করতে পারে, এ ব্যাপারে আমরা দৃষ্টি রাখছি। আমরা কাঁচাবাজার, মাছবাজার, বিভিন্ন আড়তদার এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করে এসেছি। আগামীকাল আবার যাব এবং আমরা এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাজার করতে আসা কলেজ প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল বলেন, ‘তরুণ সমাজের প্রতিটি উদ্যোগে আমি প্রতিদিন মুগ্ধ হচ্ছি। পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণ, মন্দির পাহারা দেওয়া ও আজ বাজার মনিটরিং কার্যক্রম দেখে আমার বেশ আনন্দ লাগছে। আমরা এমন উদ্যমী ছাত্রদের নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই।’
ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন, ‘শিক্ষার্থীরা আজ বাজারে এসেছিলেন। আমাদের সবগুলো দোকান ঘুরে ঘুরে মনিটরিং করে গেছেন। কেউ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে তাকে সেনাবাহিনীর মাধ্যমে জরিমানার কথা জানিয়ে যান।’
এছাড়া গতকাল সকাল থেকে পূর্বধলা বাজারে রাস্তায় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের কার্যক্রমের প্রশংসা ও তাদের কাজে সহায়তা প্রদানের কথা জানান সেনাবাহিনীর টহল টিম।
Be First to Comment