বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর বাসভবনের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর পুত্র এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম (রানা)।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দর্পন, সাবেক সহ-সভাপতি মো. মুজিবর রহমান মানিক, যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক হলুদ, ইশতিয়াকুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক কাজী আশিকুর রহমান আশিক, তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শহিদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে স্টেশন বাজারে ডা. মোহাম্মদ আলীর বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
Be First to Comment