পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জুয়েল,ভাইস চেয়ারম্যান আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান মনি কর্মকার নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ খবিরুল আহসান। এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বেসরকারি ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে এটিএম ফয়জুর সিরাজ জুয়েল মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৬ হাজার ৩২২ ভোট পেয়ে ১০৩১৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকঠতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান নয়ন ৩৬ হাজার ০৮ ভোট পেয়েছেন। মাসুম আলম তালকদার টিপু আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫৯৭ ভোট, জাহিদুল ইসলাম সুজন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪শত ১২ ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে হাফেজ মো: আব্দুল্লাহ আল আলী বই প্রতীকে ২৪ হাজার ৮৭০ পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: আর্শাদ মিয়া মাইক প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮২৩ ভোট। এছাড়া জেলা আওয়ামী লীগের সদস্য শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার গ্যাস সিলিন্ডার প্রতীকে পেয়েছেন ২ হাজার ২০৮ ভোট, সাবেক ছাত্রলীগ নেতা মো: হারুন অর রশীদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২৬৪ ভোট, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক সুকান্ত রঞ্জন সরকার চশমা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫২২ ভোট, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আকাইদুল ইসলাম উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৯৫ ভোট, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদ হাসান শরাফ পালকি প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১১৭, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: শহিদুল ইসলাম শহিদ তালা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট, উপজেলা যুবলীগ নেতা মো: রফিকুল ইসলাম আইসক্রীম প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩১২ ভোট, জেলা পরিষদের সাবেক সদস্য মো: শহিদুল ইসলাম শহিদ টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৭৪ ভোট ও শফিউল ইসলাম বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৪৮ ভোট।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান মনি রানী কর্মকার হাঁস প্রতীকে ৩৫ হাজার ১৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধার সন্তান সাফিয়া খাতুন কলস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭০৬ ভোট।
এ ছাড়াও বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমি আকন্দ সেলাই প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭৫০ , নমিতা রানী পাল প্রজাপতি প্রতীকে পেয়েছেন, ৫হাজার ২৭২ ভোট, শারমীন আক্তার পদ্মফুল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৪৬ ভোট ও রোজিনা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪৬০ ভোট।
মোট ৮১টি কেন্দ্রের ২ লাখ ৭৪ হাজার ৭০৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ১১ হাজার ৩৫ ভোটার। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৩০৭ ভোট। বাতিল হয়েছে ৪ হাজার ৭২৮ ভোট।
Be First to Comment