নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মাহফিজ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ঢাকা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অধ্যাপক মাহফিজ উদ্দিন রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শ্রদ্ধাভাজন শুভানুধ্যায়ী।
আজ রাত সাড়ে ৯টায় পূর্বধলার আগিয়া ইউনিয়নের বেড়াইল গ্রামে নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানেই তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পূর্বধলার দর্পন পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন।
Be First to Comment