নেত্রকোণা পূর্বধলায় গত ২৩ মার্চ রাতে টহলরত পূর্বধলা থানা পুলিশ কর্তৃক সন্দেহজনকভাবে একটি লোহার পাইপ (পাইলিং পাইপ) ভ্যানগাড়িসহ উপজেলা পরিষদের মূল গেটের পাশে দুজনকে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।
লোহার পাইপের প্রকৃত মালিক উপজেলার আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের মো. কামরুল ইসলাম অভিযোগে জানান, আগিয়া ইউনিয়নের টিকুরিয়া রাস্তার পাশ্বে রাখা আমার পাইলিং এর ৪টি লোহার পাইপ চুরি হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। পুলিশ একটি পাইপ আটক করেছে বিষয়টি দুইদিন পর জানতে পেরে পূর্বধলা থানায় গিয়ে জব্দকৃত ভ্যানগাড়ি ও ১টি পাইপ দেখতে পাই। থানায় দায়িত্বরত পুলিশকে জানাই আটক পাইপটির মালিক আমি, আরো ৩টি পাইপ চুরি হয়েছে। তারা জানায়, ঘটনাটি তদন্তাধিন রয়েছে। তার ২/৩দিন পর আবার থানায় গিয়ে ভ্যান গাড়িটি দেখতে না পেয়ে বিষয়টি থানার অফিসার ইনচার্জ, ওসি স্যারের কাছে জানতে চাইলে তিনি জানান,” ভ্যানটি চুরির মাল আনতে ভাড়া করা হয়েছিল, তাই এটি নিয়ে গেছে।”
পূর্বধলা দর্পনের অনুসন্ধানে বিষয়টি জানতে প্রত্যক্ষদর্শী ও ঘটনার সময় উপস্থিত স্টেশন বাজার পাহারাদারের বক্তব্য রেকর্ড করা হয়। এতে তারা জানান, ২৩ মার্চ দিবাগত রাতে পুলিশ সদস্য আমাদের ডেকে আনেন আমরা আমতলা রোডে ভ্যানে থাকা একটি বস্তায় মোড়ানো পাইপ দেখতে পায়, এসময় পুলিশ আমাদের ভ্যানে থাকা বস্তা খুলে দেখতে বলেন। আমরা ভ্যানের উপর পাইপ ও দুজন ব্যক্তিকে ওখানে দেখি, এগুলি কি করা যায় এমন প্রশ্নের জবাবে আমরা পুলিশকে বলি থানায় নিয়ে যেতে। পরে পুলিশ এর সাথে জড়িত সন্দেহভাজন দুজনসহ একটি পাইপ ও ভ্যানগাড়িটি থানায় নিয়ে যায়।
পাহারাদারের ভিডিও বক্তব্য
পূর্বধলার আরেক পাইলিং ব্যবসায়ি মো. মোশারফ জানান, কিছুদিন আগে তার মালিকানা পাইপও চুরি হয়েছে। তাই পুলিশের উদ্ধার করা পাইপটি তার কি না দেখতে থানায় যান। তখন তিনি দেখতে পান একটি ভ্যানে পাইপ আছে। তবে এই পাইপটি তার ছিলনা।
চুরে যাওয়া পাইপের মালিক কামরুল ইসলাম আরও অভিযোগ করে বলেন, ”ভ্যান গাড়িটি যদি ভাড়া করাই হতো, তাহলে ৪/৫ দিন থানায় থাকবে কেন? প্রয়োজনে থানার সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝা যাবে, এই ভ্যান দিয়ে চুরি হয়েছে এবং চোরসহ ভ্যান গাড়িটি বিশেষ সুবিধা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”
আরেক প্রত্যক্ষদর্শী সাংবাদিক শফিকুল আলম শাহিন বলেন, ঘটনার রাতে কোলাহল শুনে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার বাসার সামনে রাস্তায় একটি ভ্যানে পাইপসহ পুলিশের উপস্থিতি। পরে পুলিশ ভ্যানসহ পাইপটি থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ঐ দিন রাতে টিমে থাকা এস.আই সানোয়ার হোসেন জানান, ”ঘটনার দিন আনুমানিক রাত ৩টার দিকে উপজেলা পরিষদ গেইটের পার্শ্ব রাস্তা (আমতলা রাস্তার) একটি পাইপ পরে থাকতে দেখে একটি ভ্যান ভাড়া করে থানায় এনে রাখি ও সে মর্মে জিডি এন্ট্রি করি।”
পুর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ভ্যান গাড়িটি চুরির পাইপটি রাস্তা থেকে তোলে থানায় আনার জন্য ব্যবহার করা হয়েছে এবং ভ্যানের মালিক সাথে সাথে ভ্যান নিয়ে গেছে। আর লোহার পাইপ জব্দ করে রাখা হয়েছে।
Be First to Comment