বাংলাদেশ রেলওয়ে গার্ডস কাউন্সিল ময়মনসিংহ শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. মজিবুল হাসান রবিনকে সভাপতি, আব্দুল্লাহ আল নোমানকে সম্পাদক ও আনিসুর রহমানকে অর্থ সম্পাদক সম্পাদক নির্বাচিত করা হয়।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট রুমে ৩৩জন ভোটারের প্রত্যক্ষ ভোটে এ রেলওয়ে গার্ডস কাউন্সিলের ২০২৪-২০২৭ সালের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, গার্ডস কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি নাজমুল হাসান অপু ও অবসরপ্রাপ্ত গার্ড আবুল বাসার ঢালী। এ ছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গার্ডস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
সংগঠনের নবনির্বাচিত সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, আগামী ৭দিনের মধ্যে ১১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Be First to Comment