দেশের জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী পূর্বধলায় কার্যক্রম শুরু করেছে।
আজ শনিবার ১০ আগস্ট নেত্রকোণার পূর্বধলায় এলাকায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিহত করা, সংখ্যালঘুদের নিরাপত্তায় পূর্বধলা উপজেলার বিভিন্ন বাজারে জনসাধারণের সাথে মতবিনিময় করেন সেনা সদস্যরা।
সেনাবাহিনী সূত্র জানায় , এলাকায় ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, স্কাউট, সাংবাদিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সমন্বয় সভা করছি। পুলিশ বাহিনীকে রিফর্ম করতে তারা আমাদের আশ্বস্ত করেছেন। পূর্বধলা থানা পুলিশের কার্যক্রম শুরুর পরিবেশ তৈরি হয়েছে।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপতৎপরতা চলমান রয়েছে। উপজেলাবাসীকে এ ধরনের গুজবে আতঙ্কিত না হয়ে সেনা ক্যাম্পে যোগাযোগের ক্ষেত্রে নিজের বিচার-বিবেচনা প্রয়োগ করতে অনুরোধ করেছেন।
জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে।
Be First to Comment