নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে নানা আয়োজনে দিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) পূর্বধলা উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান এ উৎসবের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুর জাহান রিদান, শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাহাজাদী, নেত্রকোণা পল্লী বিদুৎ (পূর্বধলা) জোনাল অফিস প্রকৌশলী মোঃ গোলাম মর্তুজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উৎসবে স্টলে পুলি, মেরা, ভাপা, পাটিসাপ্টা, জিরাপিঠা, ডালের পিঠা, তালের পিঠা, জামাইপিঠা, মতিচোরপিঠা , ডিমপিঠাসহ নানা ধরনের পিঠা স্থান পায়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Be First to Comment