“তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (৩১ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, পূর্বধলা থানার সাব ইন্সপেক্টর মাহমুদুল হাসান, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: শফিকুল ইসলাম খান, স্যানিটারি ইন্সপেক্টর হাসিম উদ্দিন খানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তামাকমুক্ত দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
Be First to Comment