নেত্রকোনার পূর্বধলায় স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালে জাইকার অর্থায়নে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্থাপিত ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিশ্ব প্রিয় মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, জাইকা প্রকল্পের (ইউডিএফ) পবিত্র চন্দ্র দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মতিউর রহমান খান, উপজেলা উপসহকারী প্রকৌশলী শাওন আহমেদ, উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মো: হাশিম উদ্দিন খান, নার্সিং সুপারভাইজার শামসুন্নাহার আক্তার প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান বলেন, এতোদিন পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন এক্সরে মেশিন ছিল না। এজন্য রোগীরা বাহির থেকে উচ্চ মূল্যের সেবা নিতে হতো এখন থেকে স্বল্পমূল্যে সেবা গ্রহণ করতে পারবে। এই উপজেলার মানুষ এখন থেকে আরো আধুনিক চিকিৎসা সেবা পাবেন। এখানে রোগ নির্ণয়ের জন্য পর্যায়ক্রমে উন্নতমানের যন্ত্রাংশ স্থাপন করা হবে। এতে সাধারণ মানুষের চিকিৎসার জন্য শহরে যাওয়ার প্রবণতা কমে আসবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান মামুন জানান, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন পূর্বধলা বাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিলো। আমাদের উপজেলায় প্রতিনিদিন অনেক মানুষ জখম হয় তাদের জন্য বিরাট অপকার হবে বলে আশা করছি। সরকারী ছুটির দিন বাদে সকাল ৮ট থেকে দুপুর ২ টা পর্যন্ত সরকারি ফি ২০০ টাকা দিয়ে সেবা নিতে পারবে।
Be First to Comment