Press "Enter" to skip to content

WhatsApp ৩টি অসাধারণ ফিচার জেনে নেই

Whatsapp হলো বর্তমানে পপুলার একটি যোগাযোগ মাধ্যম। WhatsApp এর মাধ্যমে মানুষ ভিডিও কল, অডিও কল সহ Conversation করে থাকে। আজকের এই টিউনে WhatsApp এর ৩টি সেটিংস নিয়ে আলোচনা করব।

১. প্রথম সেটিংস: কারো সাথে Video মেসেজ করবেন যেভাবে

আপনি কী Whatsapp এ Audio Message দেওয়া জানেন। কিন্তু এ কথা জানেন না যে কীভাবে আপনি Whatsapp এ Vedio Messege দিবেন। অর্থাৎ আপনি যা Message করবেন তা Vedio এর মাধ্যমে অপর জনের কাছে পৌঁছতে পারবেন।

প্রথমে আমরা শিখবো কীভাবে Vedio Messege করবেন।

১. প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের Whatsapp এ।

২. Whatsapp এ গিয়ে উপরের ডান পাশে দেখতে পাবেন থ্রি ডট অপশন আছে, তার উপর ক্লিক করবেন।

৩. তারপর আপনার সামনে কয়েকটি অপশন শো হবে, এখান থেকে Settings অপশন এর উপর ক্লিক করবেন।

৪. ক্লিক করার পর একটু নিচে দেখবেন chats লেখা আছে, এই Chats এর উপর ক্লিক করবেন।

৫. এরপর দেখবেন Vedio Massege নামক একটি অপশন অফ করা, তার উপর ক্লিক করে এটিকে on করে দিবেন।

৬. তারপর চলে যাবেন Whatsapp এর Screen এ। এবং যাকে আপনি Vedio Massege দিতে চান, তার Account এর উপর ক্লিক করবেন।

৭. ক্লিক করার পর একেবারে নিচে বাম পাশে Audio Massage এর একটি চিহ্ন আছে এটির উপর ক্লিক করবেন।

৮. ক্লিক করার পর সেই জায়গায় আগের মতো Vedio Massege এর একটি অপশন দেখতে পাবেন। সেটির উপর ক্লিক করে কিছুক্ষণ চাপ দিয়ে রাখবেন।

৯. তারপর ৩ Second অপেক্ষা করবেন এবং এর পর থেকে আপনি Vedio এর মাধ্যমে অপর জনের কাছে massage দিতে পারবেন।

২. দ্বিতীয় সেটিংস: প্রিয় মানুষ অথবা কোন একজনের জন্য আলাদা Ringtone সেট করুন

আপনার Whatsapp এর Ringtone একটি নির্ধারিত করে রেখেছেন। এবং যে বা যারা আপনাকে Whatsapp এ কল করে সেই একই Ringtone বাজে। কিন্তু আপনি যদি চান তাহলে প্রিয় মানুষের জন্য আলাদা আলাদা Ringtone দিতে পারবেন, এবং দূর থেকে বুঝতে পারবেন আপনাকে কে কল দিয়েছে।

১. প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের WhatsApp এ।

২. এখন যার জন্য নির্ধারিত Ringtone Save করবেন, তার অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন।

৩. তারপর ঐ ব্যক্তির চ্যাট বক্স ওপেন হবে। আপনি ঐ ব্যক্তির উপরে থাকা Profile এর উপর ক্লিক করবেন।

৫. একটু নিচে দেখবেন Custom Notification লিখা আছে এটির উপর ট্যাপ করবেন।

৬. ক্লিক করার পর উপরে দেখবেন Use Custom Notification সেটির উপর ক্লিক করে বাটন টি on করে দিবেন।

৭. এবং নিচে দেখতে পাবেন Ringtone লেখা আছে সেই অপশন এর উপর ক্লিক করবেন।

৮. ক্লিক করার পর আপনার সামনে অনেক গুলো Ringtone চলে আসবে তার মধ্য থেকে আপনি যে কোন একটি কে বাছাই করে নিবেন, এবং তার ডান পাশের গুল বৃত্তের উপর ক্লিক করে দিবেন। তাহলেই কল আসলে দূর থেকেই আপনার বেছে নেওয়া আলাদা সেইভ করা Ringtone শুনে আপনি বুঝে নিতে পারবেন, কে আপনাকে কল দিয়েছে।

৩. তৃতীয় সেটিংস: Whatsapp এর Chats Screen এ পছন্দের Well Paper সেট করতে নিচের স্টেপ গুলো ফলো করুন

আপনার ফোনের Home Screen ও Lock Screen এ যেভাবে আপনি পছন্দের Well Paper দিয়ে রাখেন। ঠিক সেই ভাবে আপনি Whatsapp এর Chats Screen এ ও পছন্দের Well Paper সেট করে রাখতে পারবেন।

১. সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের Whatsapp এ।

২. Whatsapp এ গিয়ে উপরের ডান পাশে দেখতে পাবেন থ্রি ডট অপশন আছে, তার উপর আপনি ক্লিক করবেন।

৩. তারপর আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন এখান থেকে Settings অপশন এর উপর ক্লিক করবেন।

৪. ক্লিক করার পর একটু নিচে দেখতে পাবেন Chats একটি অপশন আছে, এটির উপর ট্যাপ করবেন।

৫. তারপর উপরে দেখতে পাবেন Well Paper অপশন আছে, সেটির উপর ক্লিক করবেন।

৬. ক্লিক করার পর দেখতে পাবেন Chats Paper দেখাবে, তার উপর ক্লিক করবেন।

৭. দেখবেন সেখান থেকে অনেক গুলো অপশন সেখান থেকে My Photos আছে। সেটির উপর ক্লিক করবেন।

৮. ক্লিক করার পর যেই Photo টা Well Paper এ রাখবেন। এটির উপর ক্লিক করে নিবেন।

৯. তারপর নিচে দেখতে পাবেন Set Well Paper লেখা রয়েছে। সেটির উপর ক্লিক করবেন। এবং Whatsapp এর Chats Screen এ সেই Photo টা সেট হয়ে যাবে।

স্মার্টফোন ব্যবহার করলে WhatsApp ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ WhatsApp এখন সবার যোগাযোগ মাধ্যম এর সেরা হয়ে দাড়িয়েছে। WhatsApp এর ৩ টি সেটিংস নিয়ে আজকের এই টিউনে কথা বললাম।

More from প্রযুক্তিMore posts in প্রযুক্তি »
More from বিনোদনMore posts in বিনোদন »
More from শিক্ষাMore posts in শিক্ষা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.