নেত্রকোণা পূর্বধলা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে আজ (১৫ মে) বুধবার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
এ সময় ২৪ জন রোগীর মধ্যে ১২ লাখ টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শাহেদ পারভেজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাফিকুজ্জামান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী মোঃ খবিরুল আহসান, স্বাগতবক্তা হিসাবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।
Be First to Comment