Press "Enter" to skip to content

পূর্বধলায় ইউনিয়ন সচিবদের নিয়ে গ্রাম আদালত সমন্বয় সভা অনুষ্ঠিত

নেত্রকোণা পূর্বধলায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের-এর আওতায় পূর্বধলা উপজেলা। উপজেলা পরিষদ হলরুমে ১১ টি ইউনিয়নের সচিব ও ইউনিয়ন উদ্যোক্তাদের নিয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা আয়োজন করা হয়।

গত (২৭ মে) উপজেলা পরিষদের হলরুমে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই সমন্বয় সভার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন- (৩য় পর্যায়) প্রকল্পের নেত্রকোনা জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা ম্যানেজার মো: আতিকুল ইসলাম, ও উপজেলা সমন্বয়ক কাজী মো: নাসির উদ্দিন।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আসান বলেন গ্রাম আদালতকে যথাযথভাবে পরিচালনা করতে হবে প্রতিটি ইউনিয়নে ও প্রান্তিক পর্যায়ে অবহেলিত নারী ও প্রতিবন্ধিরাও যেন সু্ষ্ঠু বিচার পায় এই বিষয়টিও নিশ্চিত করতে হবে।

সভায় গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক  বিচারযোগ্য মামলা, গ্রাম আদালত গঠনের আবেদন, সমন জারীর পদ্ধতি ও ইউনিয়ন সচিবদের ভুমিকা বিষয়ে আইনগত বিস্তারিত আলোচনা করেন জেলা ব্যাবস্থাপক মো:  আতিকুল ইসলাম।

অন্যদিকে ইএসডিও’র উপজেলা সমন্বয়কারী কাজী মোঃ নাসির উদ্দিন, গ্রাম আদালত ও শালিশির মধ্যকার পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি, গ্রাম আদালত গঠন, সাক্ষীকে সমন দেওয়া, গ্রাম আদালতের অধিবেশন, প্রাক বিচার ও সীদ্ধান্ত চুড়ান্ত হওয়া এবং আপীল, মিথ্যা মামলা দায়েরের জরিমানা, গ্রাম আদলত অবমাননার জরিমানা, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া, গ্রাম আদালত পরিচালনায় গ্রাম পুলিশের ভুমিকা বিষয়ে আইনগত দিকগুলো তুলে ধরেন।

সবশেষে গ্রাম আদালতের ওপর নির্মিত শিখন ভিডিও প্রদর্শন করা হয়।

More from প্রযুক্তিMore posts in প্রযুক্তি »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.