নেত্রকোণার পূর্বধলায় রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে গণমাধ্যম কর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৯ এপ্রিল) পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন- রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এর চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়োব,পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: শফিকুল ইসলাম খান,পূর্বধলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহাম্মেদ খান কামাল, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম,পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা দর্পনের সম্পাদক নোমান শাহরিয়া, দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ খান , রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এর সভাপতি রুবেল হাসানসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বিশ্বের সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।
Be First to Comment