নেত্রকেনার পূর্বধলায় উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে পূর্বধলা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ফকিরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সায়েদ আল মামুন শহীদ ফকির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ প্রমুখ।
পরে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Be First to Comment