Press "Enter" to skip to content

পূর্বধলা রেলওয়ে স্টেশনে ময়লার স্তূপ বদলে ফুটবে ফুল

নেত্রকোনার পূর্বধলায় গতকাল (২৫ মার্চ) বৃহস্পতিবার বিকেলে রেলওয়ে স্টেশন ফ্লাটফর্মের সামনে দুর্গন্ধময় নোংরা, ময়লা-আবর্জনা স্থানটি পূর্বধলা বিডি ক্লিন সদস্যদের অক্লান্ত পরিশ্রমে পরিষ্কার করে সেখানে ফুলের বাগানে রূপান্তর করেছে। বাগানটি উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে কুলসুম।

পূর্বধলা বিডি ক্লিনের সমন্বয়ক আবু হানিফ তালুকদার রাসেলের সভাপতিত্বে প্রভাষক মেহাম্মদ আলী জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে কুলসুম, আদিবাসী বিষয়ক লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়ুব, পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন, পূর্বধলা সরকারি জগৎ মনি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম, পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা ইসতিয়াকুর রহমান বাবু, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও পূর্বধলা প্রেসক্লাব সদস্য মোস্তাক আহাম্মেদ প্রমুখ।

এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মিডিয়া আইডিয়াল স্কুলের পরিচালক জুলফিকার আলী শাহীন, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক নুর আলাম সিদ্দিকী মামুন, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রেস ক্লাবের সাধরণ সম্পাদক জায়েজুল ঈসলাম, পূর্বধলা হেল্পলাইন এর এডমিন নোমান শাহরিয়ার, শহিদুল ইসলাম আঙ্গুর, বিডিক্লিন নেত্রকোনা জেলার জেলা সমন্বয়ক, সহ-সমন্বয়কসহ বিডি ক্লিন,আলোড়ন সংঘ পূর্বধলার সভাপতি আকাশ, পূর্বধলার স্বেচ্ছাসেবী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য গত বছরের ১৪ নভেম্বর নেত্রকোনা জেলার প্রথম উপজেলা টিম হিসাবে পূর্বধলা বিডি ক্লিন পথচলা শুরু করে, এতে পূর্বধলা সরকারী কলেজের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল সমন্বয়ক এর দায়িত্ব পান। একদল মেধাবী সেচ্চাসেবীদের নিয়ে তাদের কার্যক্রমে ইতিমধ্যে পূর্বধলায় বিডি ক্লিন আস্থার স্থান দখল করে নিয়েছে।

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from প্রযুক্তিMore posts in প্রযুক্তি »
More from ফিচারMore posts in ফিচার »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.