নেত্রকোনার পূর্বধলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের স্মরণে “আর্ট ক্যাম্প উন্মুক্ত প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে।
সেন্টার ফর এডুকেশন ঢাকা’ র আয়োজনে ও পূর্বধলা হেল্পলাই’ র সহায়তায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত “আর্ট ক্যাম্প উন্মুক্ত প্রদর্শনী” অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আর্ট ক্যাম্প উন্মুক্ত প্রদর্শনী”তে অংশ গ্রহণ করে। “আর্ট ক্যাম্প উন্মুক্ত প্রদর্শনী” তে পূর্বধলা উপজেলার আটজন ভাষা সৈনিকদের আলাদা আর্ট গ্যালারী তৈরী করে অঙ্কিত ছবিগুলি প্রদর্শন করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থী সাব্বির হোসাইন এর তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পূর্বধলা শাখার সভাপতি মো: এমদাদুল হক বাবুল, পূবধলা মডেল সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক জাকির আহাম্মেদ কামাল, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা, আগিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহবুবা আক্তার প্রমুখ।
সাব্বির হোসাইন বলেন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। ১৯৫২ সালে রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা স্বাধীনতা। তাঁদের এই হার না মানা সংগ্রাম প্রতিনিয়ত আমাদের দেয় এগিয়ে চলার অনুপ্রেরণা। বাঙালি জাতির নিজের মাতৃভাষা প্রতিষ্ঠিত করার আন্দোলনের মর্মান্তিক ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে আছে। ভাষা আন্দোলন সম্পর্কে নতুন প্রজন্ম অনেক কিছুই জানে না। এই “আর্ট ক্যাম্প উন্মুক্ত প্রদর্শনী”র মাধ্যমে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস এই বাঙালি জাতি প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস জানানোর এক ক্ষুদ্র প্রয়াস।
Be First to Comment