নেত্রকোণার পূর্বধলায় শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পূর্বধলা রিপোর্টার্স ক্লাব। পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: শফিকুল ইসলাম খান ও সাধারন সম্পাদক মো: মিঠু সরকারে নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনটির কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান’ এর সার্বিক তত্বাবধানে উপজেলা পরিষদ চত্বর স্মৃতিস্তম্বে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বিজয় দিবসের সূচনা হয়।
পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মো: শফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. মিঠু সরকার, সহ-সভাপতি আব্দুল আজিজ, নাহিদুল ইসলাম আলম, আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
Be First to Comment