গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে ঢাকায় নিহত বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূ্র্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনের সড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ পূ্র্বধলা উপজেলা শাখার আয়োজনে সংগঠনের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ পূ্র্বধলা উপজেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম শহিদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধার সন্তান শহিদুল ইসলাম আঙ্গুর এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ও পূ্র্বধলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি অধ্যাপক ওমর ফারুক, নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি, মুক্তিযোদ্ধার সন্তান জাহিদ হাসান সাকিন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি পূ্র্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান মাছুম ইবনে আইয়ুব তুষার, মুক্তিযোদ্ধার সন্তান কায়কোবাদ খোকন, আতিকুর রহমান উজ্জ্বল, নজরুল ইসলাম মন্ডল মনি, আবু হানিফ, খাইরুল ইসলাম প্রমূখ। প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার প্রতিবাদে একত্বতাপোষণ করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বীর মুক্তিযোদ্ধার সন্তান মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, বোটেরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ খোকন, বিশকাকুনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তালুকদার, সাবেক ছাত্রনেতা আকাঈদুল ইসলাম, মুকুল কায়সার আকন্দ, মাহবুবুল আলম কাজল, আনিসুর রহমান মল্লিক, বীর মুক্তিযোদ্ধা সন্তান পারভেজ আহমেদ রিপনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধার সন্তানরা মানববন্ধনে যোগ দেন।
এসময় বক্তারা এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
Be First to Comment