Press "Enter" to skip to content

বর্ণাঢ্য আয়োজনে পূর্বধলা হেল্পলাইন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে সেচ্ছাসেবী সমাজ কল্যাণ মূলক আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক প্রায় ১৯ হাজার সদস্যের গ্রুপ “পূর্বধলা হেল্পলাইন” এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে গতকাল সোমবার সন্ধ্যায় পূর্বধলা স্টেশান রেলওয়ে প্লাটফর্মে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, সম্মাননা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন প্রি-মডারেটর আবু হুরাইরা ও পবিত্র গীতা থেকে পাঠ করেন ডা: মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলয় চক্রবর্তী।

পূর্বধলা হেল্পলাইন এর এডমিন নোমান শাহরিয়ারের সভাপতিত্বে ও মোহাম্মদ আলী জুয়েল সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, পূর্বধলা সরকারী কলেজ এর প্রভাষক এমদাদুল হক বাবুল, দিলরুবা হাবিব শিক্ষা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ওসমান গণী সুমন, সমাজ কর্মী ও যুব সংগঠক রাশেদ খান সুজন, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, পূর্বধলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আহাম্মদ খান রতন, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, পূর্বধলা সরকারী কলেজ এর প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, সাবেক ছাত্রদল নেতা ইশতিয়াকুর রহমান বাবু, পূর্বধলা রিপোটার্স ক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও রক্তমিতা ফোরামের সভাপতি শাহজাহান মিয়া।
বক্তব্য শেষে পূর্বধলা হেল্পলাইনের সার্বিক কার্যক্রম নিয়ে সামিয়া জাহান বাংলায় ও সাদিয়া জাহান ইংরেজীতে প্রবন্ধ পাঠ করেন।
পূর্বধলা জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বীরেন্দ্র চন্দ্র সরকারকে দীপশিখা পদক ও দিলরুবা হাবিব শিক্ষা ফাউন্ডেশনকে অগ্রগামী পদক প্রদান করা হয়।

এরপর অতিথিবৃন্দ, গ্রুপ এডমিন, মডারেটরদের নিয়ে কেক কাটা, মিষ্টি মুখ ও ফানুস উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়

More from প্রচ্ছদMore posts in প্রচ্ছদ »
More from বিনোদনMore posts in বিনোদন »
More from বিশেষ সংবাদMore posts in বিশেষ সংবাদ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.