পূর্বধলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব সৈয়দ হাসানুজ্জামান রাফি। তিনি ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওটুকোণ আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার পেয়েছেন ২৭ ভোট।
আজ (৩১ জুলাই) উপজেলা উপজেলা পরিষদ অডিটরিয়াম সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বেলা ১.৩০ মিনিটে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। মোট ৭১ জন ভোটারের মধ্যে নির্বাচনে ৬৯ জন ভোটার ভোট দেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহ-সভাপতি মো: আব্দুল ওয়াহাব ও আবু সাঈদ খোকন নির্বাচিত হয়েছেন।
অতিরিক্ত সাধারন সম্পাদক পদে পৃষ্ঠপোষক সদস্য মো: রুবেল হোসেন, কোষাধক্ষ পদে ধলামুলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এখলাছ মিয়া,
যুগ্ম সম্পাদক পদে মো: আবু সোয়াইব হাসান, মো: আজিজুল বারী শরীফ।
নির্বাহী সদস্য পদে নবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুখলেছ উদ্দিন, মো: আলমগীর বাশার সুমন, সভাপতি রাজপাড়া স্পোটিং ক্লাব, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান(রাজীব), সভাপতি বৈশাখী ছাত্র সংঘ, মো: ফারুক মিয়া, সভাপতি নিউ স্টার ক্লাব, এস.এস শহিদ, সভাপতি রেনেসাঁ ক্লাব, জুনায়েতুজ্জামান জেনন, সভাপতি পূর্বধলা যুব উন্নয়ন সংঘ, আবুল ফাতাহ তালহা, সভাপতি রৌশনারা রোড ইয়ুথ ক্লাব ।
প্রসঙ্গত, এর আগে ২০০৭ সাল উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যার মেয়াদ ২০১১ সালে শেষ হয়েছে। দীর্ঘ ১ যুগ পর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলো।
এ নির্বাচনে ৭১ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Be First to Comment