“মাদককে না-বলি খেলার মাঠে ফিরে আসি” এই স্লোগানে প্রথমবারের মতো নেত্রকোনার পূ্র্বধলায় উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে “ইউএনও কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট’’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে পূর্বধলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। এ সময় পূর্বধলা উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, পূ্র্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, পূ্র্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুজ্জামান রাফি প্রমূখ।
এছাড়া বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন ক্রিড়ামোদি দর্শক সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় রাজপাড়া স্পোটিং ক্লাব ও নিউ স্টার ক্লাব অংশ গ্রহণ করে নিউ স্টার ক্লাব চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
উলেখ্য গত ৬ মার্চ থেকে শুরু হয়ে মোট ২৪টি দল এ খেলায় অংশ গ্রহণ করে। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোঃ আমিনুল ইসলাম ( আমিরুল)।
Be First to Comment