নেত্রকোণার পূর্বধলায় আনন্দঘন পরিবেশে জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনষ্ঠিত হয়েছে।আজ বুধবার(১৪ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলায় ঘাগড়া ইউনিয়ন একাদশ বনাম বিশকাকুনি ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।এতে ঘাগড়া ইউনিয়ন একাদশ ১-০ গোলে জয় লাভ করে।
খেলায় মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, সহকারী রেফারি হিসেবে ছিলেন শফিকুল সরকার ও হাবুল। উপজেলা নির্বহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর রেফারির দায়িত্ব নেয়ায় খেলার বাড়তি মাত্রা যুক্ত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ, পূর্বধলা থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানা, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদরুজ্জামান, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রশিদ সরকার, মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল ওয়াহাব, দেওটুকোন আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন সরকারসহ এলাকার ক্রীড়া প্রেমী ব্যক্তিবর্গ।
খেলা শেষে অতিথিরা খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলেদেন।
Be First to Comment