নেত্রকোনার পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তিনি এই উপহার প্রদান করেন। আজ ২৪ মে (রবিবার) দুপুরে আজকের আরবান কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও সংবাদকর্মীরা পরস্পরকে ঈদ উপহার প্রদান করেন। পবিত্র ঈদুল ফিতর এবং দুর্যোগকালীন সময়ে সাংবাদিকদের পাশে থাকায় চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের প্রতি সকল সাংবাদিকগণ ধন্যবাদ জ্ঞাপণ করেছেন। জাহিদুল ইসলাম সুজন বলেন, করোনার এমন দুর্যোগকালীন সময়ে মাঠ পর্যায়ে প্রশাসন, ডাক্তারদের পাশাপাশি কাজ করছে সাংবাদিকগণরা ৷ তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করে আসছে৷ ঈদ উপলক্ষে সাংবাদিক ভাইদের মাঝে উপহার দিতে পেরে খুব ভালো লাগছে৷ জনসচেতনতার লক্ষ্যে তিনি বলেন, আসুন আমরা সবাই ঘরে থাকি সুস্থ থাকি। নিজে ভালো থাকি এবং অন্যকে ভালো রাখি৷
এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি এবং আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য জুলফিকার আলী শাহিন, পূর্বধলা প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক ইকরা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো: শফিকুজ্জামান শফিক, প্রেসক্লাবের সদস্য ও কলাম লেখক জাকির আহমদ খান কামাল, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি নূর আহম্মদ খান রতন, ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি ও বাংলার আওয়াজের সম্পাদক ও প্রকাশক নূর উদ্দিন মন্ডল দুলাল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও পূর্বময় ডট কমের সম্পাদক ও প্রকাশক মো: শাখাওয়াত হোসেন শিমুল, প্রেসক্লাবের সদস্য শহীদুল্লাহ সংগ্রাম, ডেইলী অভজারভারের উপজেলা প্রতিনিধি ও তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি মো: এমদাদুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য শাহ মোস্তাফিজুর রহমান রাজিব, দৈনিক প্রতিবাদ ডট কমের প্রকাশক ও সম্পাদক আল মনসুর, আজকের আরবান এর উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান, বাংলার আওয়াজ ডটকমের প্রতিনিধি আনোয়ারুল ইসলাম মন্ডল প্রমুখ।
Be First to Comment