ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি ও বিজেপির মন্ত্রী নিতেশ নারায়ণ কর্তৃক ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা।
রবিবার (০৬ অক্টোবর) সকালে পূর্বধলা সরকারি কলেজ মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে পূর্বধলা সরকারি কলেজ, পূর্বধলা জগৎ মনি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সাধারণ জনতা অংশগ্রহণ করে। পরে পূর্বধলা বাজারের ষ্টেশন মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) যাকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সেই রাসুলের (সা.)-এর প্রতি যে অবমাননা করা হয়েছে তা কোনোদিনও ধর্মপ্রাণ মুসলমানেরা মেনে নিবেনা। তাই আমরা ছাত্রজনতা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
তাঁরা বলেন, ইসলাম ও আমাদের নবীর শত্রুদের বিরুদ্ধে আমরা সর্বদা জাগ্রত। যেখানেই ইসলামের শত্রুরা মাথাচাড়া দিবে সেখানেই আমরা শক্তহাতে প্রতিরোধ গড়ে তুলব। শাতিমে ইসলাম ও শাতিমে রাসূলের আল্লাহর জমিনে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
Be First to Comment