নেত্রকোনার পূর্বধলা আজ সোমবার নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে পূর্বধলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
পূজা উদযাপন কমিটির সভাপতি তরুণ কুমার রায় এর সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম।
সার্বজনীন পূজা মন্দির কমিটির সহ সভাপতি দীপক সরকার এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সভাপতি তরুণ কুমার রায়, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু জীবন কৃষ্ণ দে, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার ভাদুরী, সহ সভাপতি বাবু সুধাংশু শেখর তালুকদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত কর, সহ সাংগঠনিক সম্পাদক বিকাশ ঘোষ,সদস্য বাবু দীলিপ পাল প্রমুখ। এছাড়া একই দিনে ঘাগড়া সার্বজনীন পুজা মন্দিরের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। এ সময় ধর্মীয় নেতৃবৃন্দ ও সনাতন ধর্মের লোকজন উপস্থিত ছিলেন।
Be First to Comment