নেত্রকোনা পূর্বধলায় এ পর্যন্ত মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ জন এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৬ জন। আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশন এ থাকার কথা থাকলেও তাদের অনেককেই বাড়ীতে পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের সাথে যোগাযোগ করা হলে তিনি তা নিশ্চিত করে বলেন গত দুই দিন আগে সহকারি কমিশনার ভূমি নাসরীন বেগম সেতু, ডাক্তার, ও পুলিশ সরেজমিন উপজেলার বেশ কয়েকটি এলাকায় করোনায় আক্রান্ত রোগীদের খুঁজ নিতে গিয়ে জানাযায় রোগীদের অনেকেই বাড়ীতে নেই।
এ দিকে সহকারী কমিশনার (ভূমি) নাসরীন বেগম সেতু জানান তিনি গত দুই দিন আগে সরেজমিন শ্যামগঞ্জ গোহালাকান্দা ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার দুই রোগীর বাড়ীতে গেলে তাদের পাওয়া যায়নি। তাদের একজন গ্রামের বাড়ী ও অপর জন ময়মনসিংহ চলে গেছে তারা গোহালাকান্দারন ঠিকানা ব্যবহার করেছে। আবার অনেকেই সেম্পল জমা দিয়ে বাইরে চলে গেছেন আর বাড়ীতে আসে নাই, পরে দেখা গেল তার রির্পোট পজেটিভ এসেছে। তাই আত্নীয় স্বজনকে বলা হয়েছে তারা যেন আইসোলেশনে থাকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, উপজেলায় ৪টি ইউনিয়নের ৬টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা হয়েছে । এছাড়া ২টি ওয়ার্ডকে ইয়েলো জোন ঘোষণা করা হয়েছে। রেড জোন ঘোষিত এলাকার মধ্যে রয়েছে পূর্বধলা সদর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড, জারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড, আগিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও গোহালাকান্দা ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ড।
এছাড়া ইয়েলো জোনের মধ্য রয়েছে পূর্বধলা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও গোহালাকান্দা ইউনিয়নের ২ নং ওয়ার্ড।
Be First to Comment