নেত্রকোনার পূর্বধলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে স্থায়ী ঠিকানা পেলো ২২টি পরিবার। ঈদের ঠিক আগে জমিসহ বাড়ি পাওয়ার আনন্দে এসব মানুষের মুখে এখন রাজ্য জয়ের হাসি।
উপজেলায় প্রথম ধাপে ৫৩টি দ্বিতীয় ধাপে ২০টি এবং তৃতীয় দাপে ২২টি ঘর সহ মোট ৯৫টি ঘর দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সে একযোগে দেশের ৪৯২টি উপজেলায় ৩২ হাজার ৯০৪টি ছিন্নমূল মানুষের মাঝে ভূমি ও গৃহদান অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এস এ এম রফিকুননবী, নেত্রকোনা স্থানীয় সরকারের উপ- পরিচালক জিয়া আহমেদ সুমন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা সুমি আকন্দ, সহকারী কমিশনার ভূমি নাসরিন বেগম সেতু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ উপকারভোগীরা। উপকার ভোগী পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে গৃহগুলো হস্তান্তর শেষে একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
ছবি যুক্ত
Be First to Comment