আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলপর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে পূ্র্বধলা উপজেলার স্টেশন বাজারস্থ দলীয় কার্যালয়ে বর্ধিত সভা হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর ) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ১৬১নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জাতীয় পার্টির নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবং দ্বাদশ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও পূ্র্বধলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ।
উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পূ্র্বধলা উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম সিদ্দিকী জামাল তালুকদার, উপজেলা জাতীয় পার্টির কৃষি বিষয়ক সম্পাদক তাহের আলী, উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক শহীদ তালুকদার, খলিশাউড় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, ধলামূলগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আবুল হাসিম, পূর্বধলা উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ন-আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, পূর্বধলা উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আশিক, সাংগঠনিক সম্পাদক মোঃ চাঁন মিয়াসহ উপজেলা জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় তরুণ পার্টিসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
বর্ধিত সভা শেষে জাতীয় পার্টির সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলের উন্নয়নমূলক কার্যক্রমের লিফলেট বিতরণ করে লাঙ্গল মার্কায় ভোট চান নেতারা।
Be First to Comment