নেত্রকোণার পূর্বধলায় ১টি প্লাটিনা মোটরসাইকেল সহ দুইজনকে আটক করেছে পুলিশ। একইসাথে ৩৫ লিটার চোলাই মদসহ নারীসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা দুই মোটরসাইকেল চোর হলো-সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মৃত শফিকুল ইসলামের ছেলে মো. মোবারক ও নেত্রকোণা পূর্বধলা উপজেলার মো. গোলাম রব্বানী’র ছেলে মরম আলী। অপরদিকে চোলাই মদসহ আটক মাদক বিক্রেতারা হলো- পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারের নমিতা রবি দাস ও চয়ন রবি দাস।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার দিনগত রাতে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও চোলাইমদ উদ্ধার করা হয়। এসব উদ্ধারের পাশাপাশি জড়িত চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Be First to Comment