নেত্রকোনার পূর্বধলায় সোনালী নিউজ এর ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান করা হয়। শুক্রবার (৫ জানুয়ারী) পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েলের সঞ্চালনায় কেক কাটা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনালী নিউজ এর পূর্বধলা উপজেলা প্রতিনিধি ও পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিঠু সরকার।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি ও আমাদের অর্থনীতির প্রতিনিধি জুলফিকার আলী শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন এর প্রতিনিধি জায়েজুল ইসলাম,পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি শফিকুল আলম শাহীন, আজকের আরবান নিউজ পোর্টালের সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান,পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাক এর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম খান,দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম,পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও পূর্বধলার দর্পন এর সম্পাদক কে বি এম নোমান শাহরিয়ার,পূর্বধলা প্রেসক্লাবের সদস্য ও বিডি টুয়েন্টিফোর লাইভ ডটকম এর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ সাকিব।
বক্তারা সোনালী নিউজ এর সমৃদ্ধি কামনা করে বলেন, সোনালী নিউজ ইতিমধ্যে সারাদেশে অনলাইন নিউজ পোর্টালের মধ্যে শীর্ষে। আমরা বরাবরই দেখি এর প্রতিনিধিগণ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা, রাজনীতি ও পারিপার্শ্বিক বিষয়ে বাস্তবচিত্র প্রচার করে থাকেন। এছাড়াও সোনালী নিউজ এর পাঠক, পৃষ্ঠপোষক, সহ সকল শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানান ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ খান, আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি ওয়াসিম সরকার,আজকের আরবান এর স্টাফ রিপোর্টার নাহিদুল ইসলাম আলম, দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি রুহুল সরকার, রুহুল আমিন জুয়েল,কামরুল ইসলাম,তরিকুল ইসলাম,মোশারফ হোসেন প্রমুখ।
Be First to Comment