নেত্রকোনার পূর্বধলায় “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতা প্রসার” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলেক্ষে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে শুক্রবার (৮ সেপ্টেম্বর) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র নেতৃত্বে র্যালিটি বের হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল হক প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
Be First to Comment