নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী’র তহবিল থেকে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য এমপি আহমদ হোসেন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেছেন। বুধবার (৭ফেব্রুয়ারী) দুপুরে পূর্বধলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান’র সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম’র সঞ্চালনায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাছুদ আলম তালুকদার টিপু, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, উপজেলা ওলামা লীগের সভাপতি কাদের আলী খান, তরুণ আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মুজিবর, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জুয়েল প্রমূখ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। একজন মানুষ না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা মানুষে ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন।
Be First to Comment