“পাট শিল্পের অবদান স্মাট বাংলাদেশ বিনির্মাণ”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ (২৬ জুন) বুধবার পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার ১১টি ইউনিয়নের পাট ও বীজ উৎপাদনকারী ৭৫ জন পাট চাষী কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাজনিন আক্তার, জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. সালমা লাইজি, নেত্রকোনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানী, পূর্বধলা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. শামছুল ইসলাম খান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজোওয়ানুর রহমান রনি সহ অন্যেরা।
দিনব্যাপী অনুষ্টিত প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটবীজ উৎপাদনের কলাকৌশল, পাট বীজ কর্তন, মাড়াই, সংরক্ষণ ও বিপণনের কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্যে পাটের ব্যাগ প্রদান করা হয়।
Be First to Comment