নেত্রকোনা জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে পূর্বধলা উপজেল প্রশাসন উপজেলার আরো ৩৪ টি বাজার অস্থায়ী পশুর হাট ইজারা প্রদানের জন্য উপজেলা প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। রবিবার (১৯ জুলাই) রাতে ইউএনও পূর্বধলা তার ফেসবুক আইডিতে বিজ্ঞপ্তিটি পোস্ট করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২১ জুলাই ২০২০ ইং তারিখ সকাল ১১ টায় উন্মক্ত ডাক এর মাধ্যমে ইজারা প্রদান করা হবে। ইজারা নিতে আগ্রহী ব্যাক্তি/ডাককারী ব্যাক্তিকে স্বাস্থ্য বিধি মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থেকে উন্মক্ত ডাকে অংশ গ্রহন করার জন্য অনুরোধ জানিয়েছেন।
বাজার গুলো হলো কালিহর হাটখলা বাজার, ভিকুনিয়া বাজার, পূর্ব ভিকুনিয়া মাঠখলা বাজার, ঘাঘড়া বাজার, কাপাসিয়া বাজার, বহুলী বাজার, মেঘ শিমুল নতুন বাজার, মেঘ শিমুল পূর্বপাড়া নতুন বাজার, মৌদাম বাজার, বাড়হা বোর্ড বাজার, ঢেউটুকোন বাজার, বাড়িয়ল বাজার, জামধলা বাজার, দত্ত কুনিয়া বাজার, নারায়ন ডহর বাজার, ত্রিমোহনী বাজার, আগিয়া বাজার, বুধি বাজার, জালশুকা বাজার, সরিস্থলা বাজার,বালুচড়া বাজার, ধোবারুহী বাজার, খলিশাউর খানপাড়া বাজার, ইছুলিয়া বাজার, ফাজিলপুর বাজার, শাহবাজপুর বাজার, হবিবুর বাজার, কদমতলী বাজার, দাপুনিয়া বাজার, সাউদকোনা বাজার, ঘাটের বাজার, মহিমা বাজার, মাথাং বাজার, বাইঞ্জা বাজার।
অস্থায়ী পশুর হাট ইজারা প্রসঙ্গে কিছু শর্তারোপ করা হয়েছে। শর্ত গুলোর মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বা খেলার মাঠে পশুর হাট বসানো যাবে না, সড়ক ও মহাসড়ক বা রেললাইনের সন্নিকটে পশুর হাট বসানো যাবে না। হাটের আইন শৃংখলা স্বাভাবিক রাখতে হবে। হাটের বর্জ্য অপসারনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
Be First to Comment