নেত্রকোনা পূর্বধলায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল এ কাপাশিয়ায় ছাত্র কল্যাণ সংঘ রাঙ্গামাটিয়া নামে সংগঠনটি সামাজিক দুরত্ব বজায় রেখে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচীতে সংগঠনের সভাপতি মোঃ ওমর ফারুক বলেন, করোনার ভয়াবহতায় যেখানে সারা বিশ্বের ন্যায় আমাদের দেশের মানুষ জীবন নিয়ে আতঙ্কিত, সেখানে লক্ষীপুর ও নেত্রকোনায় যে গণধর্ষণ সংঘটিত হয়েছে তা কখনই মেনে নেয়া যায়না। অবিলম্বে ধর্ষকদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দেশে গণমানুষের দাবি বাস্তবায়ন করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করুন। যাতে আর কোনদিন সমাজের এসব নরপিশাচ দ্বারা আর কোন হিরা মনি ও মারুফাদের অকালে জীবন দিতে না হয়। অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্যদেন।
এসময় স্থানীয় এলাকাবাসী ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Be First to Comment