নেত্রকোনার পূর্বধলায় বিষপানে রুপা আক্তার (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুপার মৃত্যু হয়। রুপা আক্তার উপজেলা বিশকাকুনী ইউনিয়নের জামাইকোনা গ্রামের আবুল কালামের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই সাকিব রুপাকে বকাবকি করে। এ ঘটনায় রুপা অভিমান করে বিষ পান করলে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে মৃত্যু বরণ করে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পরিবারের অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
Be First to Comment