নেত্রকোনার পূর্বধলায় সোনিয়া আক্তার সুইটি (২০) নামে এক যুবতীর ঝুলন্ত মরদহে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মার্চ) সকালে উপজেলার খলিশাপুর ইউনিয়নের রাজিবপুর থেকে ওই যুবতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোনিয়া আক্তার সুইটি উপজেলার খলিশাউড় ইউনিয়নের রাজিবপুর গ্রামের মোঃ আবুল কাশেম এর মেয়ের ঘরের নাতনি এবং ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার চর শ্রীরামপুর গ্রামের মোঃ ছোবাহান মেয়ে।
স্থানীয় ও পুলিশ জানা যায়, নিহত সুইটি গত এক বছর যাবত তার নানী অসুস্থ থাকায় নানীকে দেখা শুনা করার জন্য নানীর বাড়ীতে থাকতো। তার নানা আবুল কাশেম কাঠ মিস্ত্রীর কাজ করেন। প্রতিদিনের ন্যায় গত রাতে নানা আবুল কাশেম রাত বারটার পরে বাড়ীতে আসে। নিহত সুইটি তার নানাকে রাতের খাবার দিলে নানা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় নানা আবুল কাশেম ঘরের দরজা খুলে বারান্দায় বাশের আড়ার সাথে নাতি সুইটিকে তার পরিহিত ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পা এবং কোমড় মাটিতে মিশে মৃত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে ১১টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কেউ শ্বাসরুদ্ধ করে হত্যা করে বারান্দায় ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Be First to Comment