নেত্রকোণার পূর্বধলায় ”পূর্বধলা কাচারী আশ্রায়ন” প্রকল্পে’র ৮ বছরের বোবা শিশু ধর্ষণে’র অভিযোগে ঘটক আবু তাহেরকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় পশ্চিম পূর্বধলা কাচারী আশ্রায়ন প্রকল্প এলাকার নিজ বসত ঘর-৩ নং থেকে তাকে আটক করা হয়েছে। আবু তাহের (৫৫) উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নে’র মৃত ঝাটু চৌকিদারে’র ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোবা শিশুটিকে গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আশ্রায়ণ প্রকল্পে’র নিজ বসত ঘরে ডেকে এনে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার মা শিশুটিকে উদ্ধার করে। পরদিন মা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পূর্বধলা থানার মামলা নং-৪। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আজ (৭ ডিসেম্বর) দুপুরে এসআই এস এম শফিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, পশ্চিম পূর্বধলা আশ্রায়ন প্রকল্পে শিশু ধর্ষণে’র অভিযোগে আজ দুপুরে আবু তাহের নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে নেত্রকোণা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Be First to Comment