নেত্রকোণার পূর্বধলায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি সংস্থা (এনজিও) আশার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য সরকারি ত্রাণ তহবিলে খাদ্য সহায়তা প্রদান করেছে।
আজ সোমবার (১১ মে) উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের কাছে আশা’র কর্মকর্তারা ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। এসব খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেট রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ লিটার তেল।
এসময় উপস্থিত ছিলেন, আশা”র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার আশরাফ ফারুক, রিজিওনাল ম্যানেজার শাখাওয়াত হোসেন, পূর্বধলা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, হোগলা ব্রাঞ্চ ম্যানেজার বাধন রাওত, পূর্বধলা ব্রাঞ্চের এবিএম আব্দুস সোবহান, জারিয়া ব্রাঞ্চের এবিএম মোঃ শহীদ মিয়া, যাত্রাবাড়ি ব্রাঞ্চের এবিএম মোঃ মোখলেছুর রহমান, পূর্বধলা ব্রাঞ্চের লোন অফিসার নিখিল চন্দ্র দাস প্রমুখ।
Be First to Comment