এ ধারায় সবই আজ মাখা-মাখি করে
কেবলই মানবকূল ভয়ে থরথরে।
চারিদিকে কান্নার ধ্বনী শুধু বাজে
এই ভয়ানক মহামারি কবে যাবে?
কেউ কি ভেবেছে, এত অসহায় হবে
প্রাসাদ গড়েছে যারা ক্ষমতার জোরে।
এত কোলাহল দেখে, বিধাতা হাসে
ফেলে যাবে সব, যা নিয়েছে লুটে।
অদৃশ্য কণা করোনাকে ভয়ে
যত শক্তি, মহাশক্তি সবই কাঁপে।
কত ব্যস্ততা, সবই রয়েছে থেমে
জমানো প্রার্থনা যত; গেছে বেড়ে।
আকাশ পানে চেয়ে শুধু ভাবে
তাবদ পৃথিবী স্তব্ধ কত রবে
প্রাণের স্পন্দনে হাসবে আবার কবে!
মৃত্যুর মিছিল থামবে যবে।
খোদা, ইশ্বর বা ঠাকুর নাম যপে
হিংসা, ভেদা-ভেদ কভু যেতে পারে ভুলে
মানব কল্যাণ, যদি জাগে প্রাণে
প্রভু ক্ষমা করে দিতে পারে তবে।
Be First to Comment