নেত্রকোণা পূর্বধলার স্থানীয় সংগঠন আমতলা ক্রীকেট ক্লাব সংক্ষেপ এ এসি ক্লাব এর উদ্দৌগে আজ ২২মে শুক্রবার বিকালে পূর্বধলা মঙ্গবাড়ীয়া বাজবাড়ী প্রাঙ্গনে ১০০ হতদরিদ্র পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়।
ক্লাব সভাপতি কেবিএম নোমান শাহরিয়ার বলেন সংগঠনটির রীতি অনুযায়ী প্রতি বছরে শেষ রমজানে স্থানীয় সকল স্তরের মানুষ ও ক্লাব সদস্যসহ ইফতার, দোয়া মাহফিল ও হেফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে, কিন্তু বর্তমান করোনা
এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, ক্লাব সাবেক সহ-সভাপতি নিলয় চক্রবর্তী বাবলু, সাধারণ সম্পাদক রাফে ইবনুল সাবিদ অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়াইব হাসান, ইমরানুল হাসান সজিব, আতিকুর রহমান পারভেজ, কে এম সাব্বির সারোয়ার হেনরী, ক্লাব সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সদস্য বৃন্দ।
Be First to Comment