নেত্রকোনার পূর্বধলায় করোনায় আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে কর্মরত ডাঃ মোজাফ্ফর হোসেন ও UH&FPO এর গৃহকর্মী রমিসা পুরোপুরি সুস্থ হয়ে উঠায় ছাড়পত্র দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
করোনা সনাক্ত হওয়ার দিন থেকে পর পর দুটি পরীক্ষায় নেগেটিভ আসায় ও একাধারে ১৬দিন আইসোলশেনে থাকার পর আজ ১৬মে (বুধবার) পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মাহমুদা আক্তার, ডাঃ হাবিবুর রহমান (RMO)তাদের এ ছাড়পত্র দেন। গত ২২ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে ২ মে’র ফলাফলে তারা করোনায় সনাক্ত হন বলে জানানো হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে তারা চিকিৎসাধীন থাকেন।
Be First to Comment