Press "Enter" to skip to content

পূর্বধলা বাজারে আর.সি.সি. ঢালাই রাস্তার দাবিতে মানববন্ধন

‘টেকসই উন্নয়নে পিচ নয়, আরসিসি ঢালাই রাস্তা চাই’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলা বাজার মেইনরোড আরসিসি ঢালাইয়ের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) পূর্বধলা হেল্পলাইনের উদ্যোগে পূর্বধলা বাজারের স্টেশন মোড়ে বেলা ১২টায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
হেল্পলাইন’র ক্রিয়েটর এডমিন নোমান শাহরিয়ারের সভাপতিত্বে মডারেটর জাকির আহাম্মদ খানের সঞ্চালনায় বক্তব্য দেন, শিক্ষক প্রতিনিধি জুলফিকার আলী শাহীন, জায়েজুল ইসলাম, গোলাম মোস্তফা, সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান, মোস্তাক আহমেদ খান, প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, আবু হানিফ তালুকদার রাসেল, ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, আনোয়ারুল হক আনার, আল আমিন, বিকাশ ঘোষ প্রমূখ।
বক্তারা বলেন, পূর্বধলা বাজারে এটি প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সাধারণ পিচ ঢালাইয়ের কারণে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরে। এটি দ্রুত আরসিসি ঢালাইয়ের দাবি জানান তারা।
মানববন্ধনে ব্যবসায়ীসহ সাধারণ শ্রেণিপেশার বিপুল সংখ্য লোকজন অংশগ্রহন করেন। এছাড়াও পূর্বধলা বিডি ক্লিন, রক্তমিতা ফোরাম ও পূর্বধলা যুব উন্নয়ন সংঘসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দাবি আদায়ের লক্ষ্যে একাত্বতা ঘোষণা করেন।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.