নেত্রকোনার পূর্বধলায় করোনায় আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে কর্মরত ইমার্জেন্সি এটেন্ডেট জুলেখা আক্তার (৩৯), ডেমিয়েন স্টাফ ফখরুল ইসলাম (২৮), হাসপাতালের আউটসোর্সিং ড্রাইভার দুলাল শেখ (৪২) পুরোপুরি সুস্থ হয়ে উঠায় ছাড়পত্র দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
করোনা সনাক্ত হওয়ার দিন থেকে পর পর দুটি পরীক্ষায় নেগেটিভ আসায় ও একাধারে ২১দিন আইসোলশেনে থাকার পর আজ ১৩মে (বুধবার) পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মাহমুদা আক্তার তাদের এ ছাড়পত্র দেন। গত ২২ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে ২ মে’র ফলাফলে তারা করোনায় সনাক্ত হন বলে জানানো হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে তারা চিকিৎসাধীন থাকেন।
করোনা যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা: হাবিবুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।
Be First to Comment